নারী পুরুষ নির্বিশেষ,সমাজসেবায় গড়বো দেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদযাপিত হচ্ছ "জাতীয় সমাজসেবা দিবস ২০১৮"। এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব এম তৌহিদুল আলম,চেয়ারম্যান ,উপজেলা পরিষদ। এতে সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপক কুমার রায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত আছেন এডভোকেট উত্তম কুমার মহাজন,ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ ও জেবুন নাহার,মহিলা-ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ।এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দদ্বয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস