ফটিকছড়ি উপজেলা ০৮ নং রাঙ্গামাটিয়া ও ০৯ নং ধুরুং ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়ে গঠিত ফটিকছড়ি পৌরসভা। এটি "খ" শ্রেণীর পৌরসভা। এটি জাতীয় সংসদের ২৭৯ নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ফটিকছড়ি থানার আওতাধীন।
একনজরে ফটিকছড়ি পৌরসভাঃ
১। পৌরসভার নাম: ফটিকছড়ি পৌরসভা।
২। স্থাপিত: ২০১১খ্রি:
৩। পৌরসভার শ্রেণী: ‘খ’ শ্রেণী।
৪। পৌরসভা কার্যকরি হওয়ার তারিখ: ২৩/০৬/২০১১খ্রি: ।
৫। সরকার মনোনিত পৌর প্রশাসকের
নাম ও কার্যকাল-
ক) অঞ্জনা খান মজলিশ,উপজেলা নিবার্হী অফিসার,
ফটিকছড়ি,চট্টগ্রাম। ২৩/০৬/১১-৫/১১/১২খ্রি:পর্যন্ত।
৬। সর্ব প্রথম নির্বাচিত মেয়র এর নাম- আলহাজ্ব মো: ইসমাইল হাসেন।
৭। নির্বাচিত মেয়র এর দায়িত্ব
গ্রহণের তারিখ- ০৫-১১-২০২২ খ্রিঃ ( ৩য় মেয়াদে)
৮। নির্বাচিত পৌর কাউন্সিলর এর সংখ্যা- ০৯ জন।
৯। পৌর এলাকার আয়তন- ২৫.০২বর্গ কি।
১০। পৌর এলাকার মৌজার সংখ্যা- ০৩টি।
১১। হোল্ডিং সংখ্যা- সরকারী-৫২টি, বেসরকারী-৭২০০টি।
১২। ওয়ার্ড সংখ্যা- ০৯টি।
১৩। লোক সংখ্যা- ১,০০,০০০জন (পুরুষ-৪৫,০০০, মহিলা- ৫৫,০০০)।
১৪। ভোটার সংখ্যা- ৩১,৫৬০ জন।
১৫। স্বাক্ষরতার হার- ৪৫%
১৬। বাজার সংখ্যা - ০৪টি।
১৭। শিক্ষা প্রতিষ্ঠান-
ক) কলেজ ০২টি
খ) উচ্চ বিদ্যালয়- ০৪টি
গ) মাদ্রাসা সংখ্যা- ১০টি
ঘ) প্রাথমিক বিদ্যালয় ১৫টি
ঙ) কিন্ডার গার্ডেন- ০৫টি
১৮। ধর্মীয় প্রতিষ্ঠান-
ক) মসজিদ- ৯২টি
খ) মন্দীর- ১০টি
১৯। ডায়গনষ্টিক সেন্টার ০৭টি
২০। হাসপাতাল সংখ্যা- ০১টি
২১। ব্যাংক এর সংখ্যা- ১০টি
২২। সরকারী ডাক বাংলা ০১টি
২৩। প্রেস ক্লাব সংখ্যা ০১টি
২৪। পাবলিক লাইব্রেরী ০১টি
২৫। সড়কের বিবরণ-
ক) পাকা- ৪০.৯০কিলোমিটার
খ) আধা পাকা- ১২.২৫ কিলোমিটার
গ) কাচা- ৪০কিলোমিটার
২৬। ড্রেন এর বিবরণ-
ক) পাকা- ০২কিলোমিটার
খ) কাচা- ৩০কিলোমিটার
২৭। কমনিউটি সেন্টার- ০৪টি।
২৯। আবাসিক হোটেল- ০২টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস