অন্যান্য ঐতিহ্যে ভরপুর এই উপজেলা এখানে বসে মেলা হয় উৎসব।ঐতিহ্যগত অনুষ্ঠানগুলোর মধ্যে ঔরস অন্যতম। এখানে পালিত হয় চৈত্র কান্তি মেলা,হয় বৈশাখী মেলা ,হয় ছোট-বড় অসংখ্য মেলা,যা এখানকার ঐতিহ্য গত বৈশিষ্ট।এখানে আছে সুফি-সাধকের অন্যান্য র্তীথ ভূমি।এখানে আছে মাজার ,আছে মন্দির,প্যাগোডা।জাতি -বর্ণ সকলের এক অন্য স্থান এই উপজেলা।এইখানকার মাজার শরীফ দেশে বিখ্যাত “মাইজভান্ডার দরবার শরীফ”এর অবস্থান এখানে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস