ফটিকছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চ বিদ্যালয় হিসাবে ১৯১২ সালে প্রতিষ্ঠিত বলে উল্লেখ থাকলেও অনেকে মনে করেন যে, বিদ্যালয়টি ১৮৮০ সালের দিকে প্রথম যাত্রা শুরু করেছিল। ইংরেজ শাসন আমলে আধুনিক শিক্ষায় অনাগ্রসর যুগে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় শিক্ষানুরাগী মনীষীদের সাহায্য সহযোগিতার পাশাপাশি ইংরেজ রাজশক্তির পৃষ্ঠপোষকতাও উল্লেখ যোগ্য ছিল বলে স্পষ্ট ধারণা করা যায়। ১৯১১ সালে ইংরেজ রাজ পরিবারের ঐতিহাসিক রাজাভিষেক বা Coronation ceremoney এর প্রেক্ষিতে Coronation High English School নামকরণ থেকে এটা স্পষ্ট হযে উঠে। তৎকালীন সময়ে এ পূর্ববঙ্গে একইভাবে একইনামে আরো দু'টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। একটি ঢাকার আড়াই হাজার গ্রামে এবং অন্যটি খুলনায। কালক্রমে অন্য দু'টি বিদ্যালয় সরকারীকরণের মাধ্যমে উন্নয়নের ছোঁয়া পেয়ে ধন্য হলেও এ বিদ্যালয়ের ভাগ্যে তা হয়ে উঠেনি। অনেকে মনে করেন যে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পশ্চিম বঙ্গের অধিবাসী জনাব আহাম্মদ এজাহার, সাব রেজিস্ট্রার। মাঝে মাঝে তাঁর ওয়ারিশেরা এসে এ বিদ্যালয়টি দেখে যেতেন। বিদ্যালয়ের ঐতিহ্যের সাথে আর একজন মনীষীর নাম জড়িয়ে আছে, তিনি হলেন আক্কাস আলী মুনসেফ। বিদ্যালয়টির পুকুরঘাটে ১৯৩৪ সালে তাঁর সম্মানার্থে মার্বেল পাথরের স্মৃতি ফলক লাগানো আছে।
ফটিকছড়ি বিবিরহাট বাজার ও ব্যবসা কেন্দ্রের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ৫.১৩ একর জমির সুবিশাল এলাকা জুরে এ বিদ্যালয়ের অবস্থান। দক্ষিণমূখী ২৫০ ফুট লম্বা পাঁকা স্কুল গ্রহ। সামনে বিশাল আকৃতির খেলার মাঠ। মাঠের পার্শ্বে স্বচ্ছ সরোবরের ন্যায় পুস্করণী ও রাস্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস