Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাসিক সমন্বয় সভা আগামী ২২/১০/২০১৪ খ্রিঃ তারিখে অনুষ্টিত হবে।
Details

 

উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভা আগামী ২২/১০/২০১৪খ্রিঃ তারিখে অনুষ্টিত হবে।সভায় উপস্থিত থেকে সভার কার্য্যবলী পরিচালনা করবেন,সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার “জনাব মুহাম্মদ নজরুল ইসলাম”এতে আরো উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান “জনাব তোহিদুল আলম”ভাইস-চেয়ারম্যান,ও মহিলা ভাইস-চেয়ারম্যানসহ অন্যান্য সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

ক্রমিক নংসময় সূচীসভার নাম সভাপত্বিকারীর নাম
০১।সকাল ১০:০০চোরা-চালান প্রতিরোধ কমিটির সভা।উপজেলা নির্বাহী অফিসার।এতে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত এম পি মহোদয়।
০২।দুপুর ২:০০আইন শৃংখলা কমিটির সভা।উপজেলা নির্বাহী অফিসার‍‌“জনাব নজরুল ইসলাম”
০৩।বিকাল ৩:০০উপজেলা পরিষদ  সমন্বয় সভা।উপজেলা চেয়ারম্যান“জনাব তৌহিদুল আলম”।এতে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত এম পি মহোদয়।
Attachments
Publish Date
20/10/2014