Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Name
Chief Executive Officer
Details
The Upazila Nirbahi Officer (UNO for short) is the Chief Executive Officer of the Upazila and an officer of the Bangladesh Civil Service (BCS Administration Cadre). Generally, UNO Bangladesh is a post of Senior Assistant Secretary in the order of rank.

Image
Speech

ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম জেলা তথা বাংলাদেশের এক অন্যান্য উপজেলা। সবুজ শ্যামলীমার এক অন্যান্য তীর্থভূমি ফটিকছড়ি উপজেলা।পাহাড়ী জনপদ করেছে এই উপজেলাকে মহি মান্নিত্ব্য। এই উপজেলা ১৮টি ইউনিয়ন ও ০২ টি পৌরসভা নিয়ে গঠিত। পৃথিবী বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ফটিকছড়ির প্রধান নদী,এই হালদা নদী উপজেলার মধ্যভাগ চিরে উত্তর দিক হতে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এ উপজেলায় রয়েছে চা ও রাবার বাগানের বিশাল অবস্থান।দেশের মোট চা-বাগানের ১৭টি এই উপজেলায় অবস্থিত,এখানে রয়েছে এশিয়া বিখ্যাত দাতঁমারা রাবার বাগান যার আয়তন প্রায় সাড়ে চার হাজার একর।এই উপজেলা অন্য এক নাম “সুফী সাধকের র্তীর্থ ভূমি”।এখানে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণী এবং মহান রাজনৈতিক ব্যক্তিত্ব। এ উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে তাঁদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃটিশ বিরোধী আন্দোলনসহ মহান স্বাধীনতা যুদ্ধে এ জনপদের সাধারণ মানুষের আত্মত্যাগের মহিমা চিরভাস্বর। সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচীর আলোকে মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি সেবা সাধারণ মানুষ সহজেই পাচ্ছে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফটিকছড়ি উপজেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত ও অর্থনৈতিক সমৃদ্ধ ফটিকছড়ি গড়াই আমাদের সকলের লক্ষ্য।


Joining Date
2023-11-14
Mobile