উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভা আগামী ২৪/০৭/২০১৪ খ্রিঃ তারিখে অনুষ্টিত হবে।এতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ২৭৯-২ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য “জনাব সৈয়দ নজিবুল হক মাইজভান্ডারী,এম পি” ।সভায় উপস্থিত থেকে সভার কার্য্যবলী পরিচালনা করবেন,সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার “জনাব মুহাম্মদ নজরুল ইসলাম”এতে আরো উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান “জনাব তোহিদুল আলম”ভাইস-চেয়ারম্যান,ও মহিলা ভাইস-চেয়ারম্যানসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
ক্রমিক নং | সময় সূচী | সভার নাম | সভাপত্বিকারীর নাম |
০১। | সকাল ১০:০০ | চোরা-চালান প্রতিরোধ কমিটির সভা। | উপজেলা নির্বাহী অফিসার।এতে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত এম পি মহোদয়। |
০২। | দুপুর ২:০০ | আইন শৃংখলা কমিটির সভা। | উপজেলা নির্বাহী অফিসার“জনাব নজরুল ইসলাম” |
০৩। | বিকাল ৩:০০ | উপজেলা পরিষদ সমন্বয় সভা। | উপজেলা চেয়ারম্যান“জনাব তৌহিদুল আলম”।এতে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত এম পি মহোদয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS