Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাসিক সমন্বয় সভা আগামী ২৪/০৭/২০১৪ খ্রিঃ তারিখে অনুষ্টিত হবে।
Details

 

উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভা আগামী ২৪/০৭/২০১৪ খ্রিঃ তারিখে অনুষ্টিত হবে।এতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ২৭৯-২ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য “জনাব সৈয়দ নজিবুল হক মাইজভান্ডারী,এম পি” ।সভায় উপস্থিত থেকে সভার কার্য্যবলী পরিচালনা করবেন,সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার “জনাব মুহাম্মদ নজরুল ইসলাম”এতে আরো উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান “জনাব তোহিদুল আলম”ভাইস-চেয়ারম্যান,ও মহিলা ভাইস-চেয়ারম্যানসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

 

 

ক্রমিক নংসময় সূচীসভার নাম সভাপত্বিকারীর নাম
০১।সকাল ১০:০০চোরা-চালান প্রতিরোধ কমিটির সভা।উপজেলা নির্বাহী অফিসার।এতে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত এম পি মহোদয়।
০২।দুপুর ২:০০আইন শৃংখলা কমিটির সভা।উপজেলা নির্বাহী অফিসার‍‌“জনাব নজরুল ইসলাম”
০৩।বিকাল ৩:০০উপজেলা পরিষদ  সমন্বয় সভা।উপজেলা চেয়ারম্যান“জনাব তৌহিদুল আলম”।এতে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত এম পি মহোদয়।
Attachments
Publish Date
16/07/2014