সুধী,
পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ, দুঃশাসন আর নিপীড়ন হতে মুক্তির জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। জাতির পিতার স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে নয় মাসের রক্তস্নাত সশস্ত্র সংগ্রাম,ত্রিশ লক্ষ শহীদের আত্নত্যাগ,দু’লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানো আর আপামর জনতার বলিষ্ঠ প্রতিরোধে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ এর প্রাক্কালে প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ইতিহাসের সূর্যসন্তান সকল মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের সকল বীর মুক্তিযোদ্ধা এবং সেই সময়ের আপামর মুক্তিকামী জনতাকে।
রক্তস্নাত স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধার চেতনাকে নতুন প্রজন্মের মনোজগতের গভীরে প্রোথিত করার মাধ্যমে ক্ষুথা,দারিদ্র,নিরক্ষরমুক্ত অসাম্প্রদায়িক,প্রগতিশীল ও বিজ্ঞান মনস্ক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, ফটিকছড়ি কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মাননীয় জাতীয় সংসদ সদস্য,২৭৯ চট্টগ্রাম-২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এম তৌহিদুল আলম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফটিকছড়ি, ।
গৃহীত সকল কর্মসূচিতে আপনার সবান্ধব ও আন্তরিক উপস্থিতি একান্ত কাম্য।
দীপক কুমার রায়
উপজেলা নির্বাহী অফিসার
ফটিকছড়ি,চট্টগ্রাম।
ও
সভাপতি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপন কমিটি
ক্রঃ নং |
তারিখ, বার ও সময় |
অনুষ্ঠান/কর্মসূচি |
স্থান |
বাস্তবায়নকারী |
তারিখঃ ২৬.০৩.২০১৮খ্রিঃ সোমবার |
||||
০১ |
প্রত্যুষে |
৩১বার তোপধ্বনি। |
উপজেলা পরিষদ চত্ত্বর। |
তোপধ্বনি উপ-কমিটি। |
০২
|
সূর্যোদয়ের সাথে সাথে |
পুষ্পস্তবক অর্পণ। |
কেন্দ্রীয় শহীদ মিনার। |
পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটি। |
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে সমূহে জাতীয় পতাকা উত্তোলন। |
সকল সরকারী/বেসরকারী স্বায়ত্বশাসিত/ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ভবন সমুহে। |
স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান। |
||
০৩ |
সকাল ৮.০০ মিঃ |
সারাদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন। |
ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। |
মাঠ সজ্জা ও ক্রীড়া উপ-কমিটি। |
০৫ |
সকাল ৯.৩০ মিঃ |
ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা। |
ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। |
ক্রীড়া উপ-কমিটি। |
০৬ |
সকাল ১০.০০ মিঃ |
মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা। |
ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। |
মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া উপ-কমিটি। |
০৮ |
বেলা ১২.০০ মিঃ |
মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি’’ বিষয়ে আলোচনা। |
শহীদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণমিলনায়তন উপজেলা পরিষদ ফটিকছড়ি। |
মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা উপ-কমিটি। |
০৯ |
সকাল ৯.০০ ঘঃ হতে বিকাল ৫.০০ ঘঃ পর্যন্ত সুবিধাজনক সময় |
বিনা টিকিটে সিনেমা হলগুলোতে/স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। |
ঝংকার সিনেমা হল ও স্থানীয় ক্যাবল টিভি চ্যানেল সমূহ। |
সিনেমা হল ও ক্যাবল টিভি চ্যানেল কর্তৃপক্ষ। |
১০ |
বাদ জোহর ও সুবিধাজনক সময় |
জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মসজিদে মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা । |
মসজিদ/মন্দির, ক্যায়াং ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান। |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। |
১১ |
বিকাল ৪.০০ মিঃ |
প্রীতি ফুটবল প্রতিযোগিতাঃ উপজেলা পরিষদ একাদশ বনাম ফটিকছড়ি পৌরসভা একাদশ। |
ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। |
ক্রীড়া উপ-কমিটি। |
১২ |
সন্ধ্যা ৬.০০ মিঃ |
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। |
শহীদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণমিলনায়তন, উপজেলা পরিষদ, ফটিকছড়ি। |
সাংস্কৃতিক অনুষ্ঠান উপ-কমিটি। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS