Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ফটিকছড়ি উপজেলা পরিষদ র্নিবাচন-২০১৪ সম্পন্ন
Details

গত ২৩.০৩.২০১৪ ইং তারিখে ফটিকছড়ি উপজেলা পরিষদ র্নিবাচন সম্পন্ন হয় । উপজেলার ১৩৩ কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা র্পযন্ত এক নাগাড়ে ভোট গ্রহন চলে ।উপজেলা র্নিবাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সর্মথিত এম.তেৌহিদুল আলম "আনারস " র্মাকায় ৮৯,২৪০ ভোট পেয়ে  র্নিবাচিত হন । অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে উত্তম কুমার মহাজন "তালা" র্মাকায় ৭৭,৯৯৯ ভোটে এবং জেবুন নাহার মুক্তা "প্রজাপতি" র্মাকায় ৮৭,০৩৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান র্নিবাচিত হন ।

Attachments
Publish Date
25/03/2014